সব ধরনের ভাল বাসার গল্প পেতে এই ব্লগটি সব সময় ভিজিট করেন
সব ধরনের SMS পেতে ও এইখনে ভিজিট করেন

৪ বন্ধু হোটেলে বসে মদ খাচ্ছে Bangla Jokes

৪ বন্ধু হোটেলে বসে মদ খাচ্ছে৷Char Bondhu | Bangla Jokes


৪ বন্ধু হোটেলে বসে মদ খাচ্ছে৷

হঠাত্ টেবিলে রাখা
মোবাইল বেজে উঠল৷
চিন্টু : হ্যালো ৷

.
.
মেয়ে : জানু
আমি মার্কেটে আসছি৷
আমি ৫০,০০০ টাকার ১টা গোল্ড
সেট নেই ?
.
.
চিন্টু : হা জানু নাও৷ কোন
সমস্যা নেই।
মেয়ে : সিল্কের
একটা শাড়ী দেখলাম মাত্র ৫০০০
টাকা৷
.
.
চিন্টু : ১টা না ২/৩ টা নাও৷
সাথে অন্য আরও থ্রীপিস দেখ
সেসবও দু চারটা নাও!!
.
.
মেয়ে : Darling তোমার ATM
card আমার কাছে ৷ ঐখান থেকেই
খরচ করছি কিন্তু ? ,
.
.
চিন্টু : সে আবার বলতে হয়৷ তোমার
আর আমারতো একই
কথা৷
যা ইচ্ছে কর কোন সমস্যা নেই।
বলে ফোন রেখে দিল।
.
.
বন্ধুরা : কিরে শালা মাল
খাইয়া টাল হইয়া গেছস??
নাকি আমাগো তোর বড়লোকি ভাব
দেখাইলি??
.
.
.
.
.
.
.
.
.
.
চিন্টু : আরে দুর ব্যাটা
এইসব বাদ দে৷
আগে বল এই মোবাইলটা কার?







Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →